11. আর তার কিছু নিয়ে কোরবানগাহ্র উপরে সাতবার ছিটিয়ে দিলেন এবং কোরবানগাহ্ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র, ধোবার পাত্র ও তার গামলা পবিত্র করার জন্য অভিষেক করলেন।
12. পরে অভিষেকের জন্য তেলের কিঞ্চিৎ হারুনের মাথায় ঢেলে তাঁকে পবিত্র করার জন্য অভিষেক করলেন।
13. পরে মূসা হারুনের পুত্রদেরকে কাছে এনে তাদেরকেও ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন ও তাদের মাথায় টুপি পরিয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
14. পরে মূসা গুনাহ্-কোরবানীর ষাঁড় আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা সেই গুনাহ্-কোরবানীর বাছুরটির মাথায় হাত রাখলেন।