বিশেষত অভিষিক্ত ইমাম যদি এমন গুনাহ্ করে যাতে লোকদের উপরে দোষ বর্তায়, তবে সে তার নিজের গুনাহ্র জন্য মাবুদের উদ্দেশে নিখুঁত একটি ষাঁড় গুনাহ্-কোরবানী হিসেবে কোরবানী করবে।