9. আর আমি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো, তোমাদেরকে ফলবান ও বহুবংশ করবো ও তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করবো।
10. আর তোমরা সঞ্চিত পুরানো শস্য ভোজন করবে ও নতুনের সম্মুখ থেকে পুরানো শস্য বের করবে।
11. আর আমি তোমাদের মধ্যে আমার শরীয়ত-তাঁবু রাখবো, আমার প্রাণ তোমাদেরকে ঘৃণা করবে না।