11. আর আমি তোমাদের মধ্যে আমার শরীয়ত-তাঁবু রাখবো, আমার প্রাণ তোমাদেরকে ঘৃণা করবে না।
12. আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করবো ও তোমাদের আল্লাহ্ হব এবং তোমরা আমার লোক হবে।
13. আমি মাবুদ তোমাদের আল্লাহ্; আমি মিসর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছি, তাদের গোলাম থাকতে দিই নি; আমি তোমাদের কাঁধের জোয়াল ভেঙে সোজা-ভাবে তোমাদেরকে গমন করিয়েছি।
14. কিন্তু যদি তোমরা আমার কথা না শোন, আমার এসব হুকুম পালন না কর,