28. আর সেদিন তোমরা কোন কাজ করবে না; কেননা তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে তোমাদের জন্য কাফ্ফারা দিতে হবে বলে তা কাফ্ফারা দিন হবে।
29. সেদিন যে কেউ তার প্রাণকে দুঃখ না দেয়, সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
30. আর সেদিন যে কোন ব্যক্তি কোন কাজ করে, তাকে আমি নিজের লোকদের মধ্য থেকে মুছে ফেলব।
31. তোমরা কোন কাজ করো না; এটি তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।