7. সূর্য অস্তগত হলে সে পাক-সাফ হবে; পরে পবিত্র বস্তু ভোজন করবে, কেননা ওগুলোই তার খাবার।
8. ইমাম স্বয়ংমৃত কিংবা বিদীর্ণ পশুর গোশ্ত ভোজন করবে না; আমি মাবুদ।
9. অতএব তারা আমার হুকুম পালন করুক; পাছে তা নাপাক করলে তারা তার দরুন গুনাহ্ বহন করে ও মারা পড়ে; আমি মাবুদ তাদের পবিত্রকারী।
10. অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু ভোজন করবে না; ইমামের বাড়িতে বাসকারী অন্য কেউ কিংবা বেতনজীবী কেউ পবিত্র বস্তু ভোজন করবে না।