12. এবং পবিত্র স্থান থেকে বাইরে যাবে না এবং তার আল্লাহ্র পবিত্র স্থান নাপাক করবে না, কেননা তার আল্লাহ্র অভিষেক তেলের সংস্কার তার উপরে আছে; আমি মাবুদ।
13. আর সে কেবল কুমারী মেয়েকে বিয়ে করবে।
14. বিধবা, বা স্বামী পরিত্যক্তা, বা ভ্রষ্টা স্ত্রী, বা পতিতা, এদের কাউকেও বিয়ে করবে না; সে তার নিজের লোকদের মধ্যে এক জন কুমারীকে বিয়ে করবে।
15. সে নিজের লোকদের মধ্যে নিজের বংশ নাপাক করবে না, কেননা আমি মাবুদ তার পবিত্রকারী।
16. আর মাবুদ মূসাকে বললেন,