5. পরে সে বনি-ইসরাইলদের মণ্ডলীর কাছে গুনাহ্-কোরবানী হিসেবে দু’টি ছাগল ও পোড়ানো-কোরবানীর জন্য একটি ভেড়া নেবে।
6. আর হারুন নিজের জন্য গুনাহ্-কোরবানীর ষাঁড় এনে নিজের ও নিজের কুলের জন্য কাফ্ফারা দেবে।
7. পরে সেই দু’টি ছাগল নিয়ে জমায়েত-তাঁবুর দরজা সমীপে মাবুদের সম্মুখে উপস্থিত করবে।
8. পরে হারুন ঐ দু’টি ছাগলের বিষয়ে গুলিবাঁট করবে; এর এক অংশ মাবুদের জন্য ও অন্যগুলো আজাজিলের জন্য হবে।
9. গুলিবাঁট দ্বারা যে ছাগল মাবুদের জন্য হয়, হারুন তাকে নিয়ে গুনাহ্-কোরবানী হিসেবে কোরবানী করবে।
10. কিন্তু গুলিবাঁট দ্বারা যে ছাগলটি আজাজিলের জন্য নির্ধারিত হয়, সেটিকে মাবুদের সম্মুখে তাকে জীবিত উপস্থিত করতে হবে যেন সেটি কাফ্ফারা করার জন্য মরুভূমিতে প্রেরিত হতে পারে।