পরে সে লোকদের গুনাহ্-কোরবানীর ছাগলটি জবেহ্ করে তার রক্ত পর্দার ভিতরে এনে যেমন বাছুরটির রক্ত ছিটিয়ে দিয়েছিল, সেভাবে তারও রক্ত নিয়ে ছিটিয়ে দেবে, গুনাহ্ আবরণের উপরে ও গুনাহ্ আবরণের সম্মুখে তা ছিটিয়ে দেবে।