লূক 9:55-59 কিতাবুল মোকাদ্দস (BACIB)

55. কিন্তু তিনি মুখ ফিরিয়ে তাঁদেরকে ধমক দিলেন।

56. পরে তাঁরা অন্য গ্রামে চলে গেলেন।

57. তাঁরা পথে যাচ্ছেন, এমন সময়ে এক ব্যক্তি তাঁকে বললো, আপনি যে কোন স্থানে যাবেন, আমি আপনার পিছনে যাব।

58. ঈসা তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আসমানের পাখিগুলোর বাসা আছে, কিন্তু ইবনুল-ইনসানের মাথা রাখার স্থান নেই।

59. আর এক জনকে তিনি বললেন, আমাকে অনুসরণ কর। কিন্তু সে বললো, প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।

লূক 9