46. কিন্তু সে সুগন্ধি দ্রব্যে আমার পা অভিষিক্ত করেছে।
47. এজন্য তোমাকে বলছি, সে অনেক গুনাহ্ করলেও তা মাফ করা হয়েছে; কেননা সে বেশি মহব্বত করলো; কিন্তু যাকে অল্প মাফ করা যায়, সে অল্পই মহব্বত করে।
48. পরে তিনি সেই স্ত্রীলোককে বললেন, তোমার গুনাহ্ মাফ হয়েছে।
49. তখন যারা তাঁর সঙ্গে ভোজনে বসেছিল, তারা মনে মনে বলতে লাগল, এ কে যে, গুনাহ্ মাফ করে?
50. কিন্তু তিনি সেই স্ত্রীলোককে বললেন, তোমার ঈমান তোমাকে নাজাত দিয়েছে; শান্তিতে প্রস্থান কর।