3. তখন শয়তান তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্র পুত্র হও, তবে এই পাথরটিকে বল, যেন তা রুটি হয়ে যায়।
4. জবাবে ঈসা তাকে বললেন, লেখা আছে, “মানুষ কেবল রুটিতে বাঁচে না।”
5. পরে সে তাঁকে উপরে নিয়ে গিয়ে মুহূর্তকালের মধ্যে দুনিয়ার সমস্ত রাজ্য দেখালো।
6. আর শয়তান তাঁকে বললো, তোমাকেই আমি এ সব কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দেব; কেননা এই সকল আমাকে দেওয়া হয়েছে, আর আমার যাকে ইচ্ছা, তাকে দান করি;
7. অতএব তুমি যদি আমার সম্মুখে পড়ে সেজ্দা কর, তবে এসবই তোমার হবে।
8. জবাবে ঈসা তাকে বললেন, লেখা আছে, “তোমার আল্লাহ্ প্রভুকেই সেজ্দা করবে, কেবল তাঁরই এবাদত করবে”।