66. যখন দিন হল, তখন লোকদের প্রাচীনদের সমাজ, প্রধান ইমামেরা আলেমরা একত্র হল এবং তাদের মাহ্ফিলের মধ্যে তাঁকে আনালো, আর বললো, তুমি যদি সেই মসীহ্ হও, তবে আমাদেরকে বল।
67. তিনি তাদেরকে বললেন, যদি তোমাদেরকে বলি, তোমরা বিশ্বাস করবে না;
68. আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, কোন উত্তর দেবে না;
69. কিন্তু এখন থেকে ইবনুল-ইনসান আল্লাহ্র পরাক্রমের ডান পাশে উপবিষ্ট থাকবেন।
70. তখন সকলে বললো, তবে তুমি কি আল্লাহ্র পুত্র? তিনি তাদেরকে বললেন, তোমরাই বলছো যে, আমি সেই।
71. তখন তারা বললো, আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন? আমরা নিজেরাই তো এর মুখে শুনলাম।