1. নিরুৎসাহিত না হয়ে তাঁদের সব সময়ই যে মুনাজাত করা উচিত, এই বিষয়ে তিনি সাহাবীদের কাছে এই দৃষ্টান্তটি বললেন,
2. তিনি বললেন, কোন নগরে এক জন বিচারকর্তা ছিল, সে আল্লাহ্কে ভয় করতো না, মানুষকেও মানতো না।
3. আর সেই নগরে এক বিধবা ছিল, সে তার কাছে এসে বলতো, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষের হাত থেকে আমাকে উদ্ধার করুন!
4. বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হল না; কিন্তু পরে মনে মনে বললো, যদিও আমি আল্লাহ্কে ভয় করি না, মানুষকেও মানি না,
5. তবুও এই বিধবা আমাকে কষ্ট দিচ্ছে, এজন্য অন্যায় থেকে একে উদ্ধার করবো। তা নাহলে সে সব সময় এসে আমাকে জ্বালাতন করবে।
6. পরে প্রভু বললেন, শোন, ঐ অধার্মিক বিচারকর্তা কি বলে।