লূক 15:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর কর-আদায়কারী ও গুনাহ্‌গারেরা সকলে তাঁর কথা শুনবার জন্য তাঁর কাছে আসছিল।

2. তাতে ফরীশীরা ও তাদের আলেমরা বচসা করে বলতে লাগল, এই ব্যক্তি গুনাহ্‌গারদেরকে গ্রহণ করে ও তাদের সঙ্গে ভোজন-পান করে।

3. তখন তিনি তাদেরকে এই দৃষ্টান্তটি বললেন।

লূক 15