1. এক সময়ে তিনি কোন স্থানে মুনাজাত করছিলেন; যখন শেষ করলেন, তাঁর সাহাবীদের মধ্যে এক জন তাঁকে বললেন, প্রভু, আমাদেরকে মুনাজাত করতে শিক্ষা দিন, যেমন ইয়াহিয়াও তাঁর সাহাবী— দেরকে শিক্ষা দিয়েছিলেন।
2. তিনি তাঁদেরকে বললেন, তোমরা যখন মুনাজাত কর, তখন বলো,হে আমাদের বেহেশতী পিতা,তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
3. তোমার রাজ্য আসুক।আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদেরকে দাও।
4. আর আমাদের গুনাহ্ মাফ কর;কেননা আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে মাফ করি।আর আমাদের পরীক্ষাতে এনো না।