লূক 1:53-57 কিতাবুল মোকাদ্দস (BACIB)

53. তিনি ক্ষুধার্তদেরকে উত্তম উত্তমদ্রব্যে পরিপূর্ণ করেছেন,এবং ধনবানদেরকে শূন্য হাতেবিদায় করেছেন।

54. তিনি তাঁর গোলাম ইসরাইলেরউপকার করেছেন,যেন আমাদের পূর্বপুরুষদের কাছেবলা তাঁর করুণা অনুসারে,

55. ইব্রাহিম ও তার বংশের প্রতি চিরতরেকরুণা স্মরণ করেন।

56. আর মরিয়ম মাস তিনেক এলিজাবেতের কাছে রইলেন, পরে নিজের বাড়িতে ফিরে গেলেন।

57. পরে এলিজাবেতের প্রসবকাল সমপূর্ণ হলে তিনি পুত্র প্রসব করলেন।

লূক 1