লূক 1:45-57 কিতাবুল মোকাদ্দস (BACIB)

45. আর তুমি ধন্যা, কেননা তুমি ঈমান আনলে, কারণ প্রভু তাঁকে যা যা বলেছেন সেসব সিদ্ধ হবে।

46. তখন মরিয়ম বললেন,আমার প্রাণ প্রভুর মহিমা ঘোষণা করছে,

47. আমার রূহ্‌ আমার নাজাতদাতাআল্লাহ্‌তে উল্লসিত হয়েছে।

48. কারণ তিনি তাঁর বাঁদীর নিচ অবস্থারপ্রতি দৃষ্টিপাত করেছেন;কেননা দেখ, এখন থেকে পুরুষপরমপরাসকলে আমাকে ধন্যা বলবে।

49. কারণ যিনি পরাক্রমী, তিনি আমারজন্য মহৎ মহৎ কাজ করেছেন;এবং তাঁর নাম পবিত্র।

50. আর যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাঁর করুণা তাদের পুরুষপরমপরায়বর্তে।

51. তিনি আপন বাহু দ্বারা বিক্রমের কাজকরেছেন;যারা নিজেদের হৃদয়ের কল্পনায়অহঙ্কারী,তাদেরকে ছিন্নভিন্ন করেছেন।

52. তিনি বিক্রমীদেরকে সিংহাসন থেকেনামিয়ে দিয়েছেন ও নিচদেরকেউন্নত করেছেন।

53. তিনি ক্ষুধার্তদেরকে উত্তম উত্তমদ্রব্যে পরিপূর্ণ করেছেন,এবং ধনবানদেরকে শূন্য হাতেবিদায় করেছেন।

54. তিনি তাঁর গোলাম ইসরাইলেরউপকার করেছেন,যেন আমাদের পূর্বপুরুষদের কাছেবলা তাঁর করুণা অনুসারে,

55. ইব্রাহিম ও তার বংশের প্রতি চিরতরেকরুণা স্মরণ করেন।

56. আর মরিয়ম মাস তিনেক এলিজাবেতের কাছে রইলেন, পরে নিজের বাড়িতে ফিরে গেলেন।

57. পরে এলিজাবেতের প্রসবকাল সমপূর্ণ হলে তিনি পুত্র প্রসব করলেন।

লূক 1