11. বুঝতে পারে, এমন কেউই নেই,আল্লাহ্র খোঁজ করে, এমন কেউই নেই।
12. সকলেই বিপথে গেছে, তারা একসঙ্গে অকর্মণ্য হয়েছে;দয়া দেখায় এমন কেউই নেই, এক জনও নেই।
13. তাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ;তারা জিহ্বা দ্বারা ছলনা করেছে;তাদের ঠোঁটের নিচে কালসাপের বিষ থাকে;
14. তাদের মুখ বদদোয়া ও কটুবাক্যে পূর্ণ;
15. তাদের পা রক্তপাতের জন্য দ্রুতগামী।