15. এই বালকটি তোমার প্রাণ পুনরায় সঞ্জীবিত করবে ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হবে; কেননা যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত পুত্র থেকেও উত্তম, তোমার সেই পুত্রবধূই একে প্রসব করেছে।
16. তখন নয়মী বালকটিকে নিয়ে নিজের কোলে রাখল ও তার ধাত্রী হল।
17. পরে ‘নয়মীর একটি পুত্র জন্মগ্রহণ করলো’, এই বলে তার প্রতিবেশীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে ইয়াসির পিতা, আর ইয়াসি দাউদের পিতা।
18. পেরসের খান্দাননামা এই। পেরসের পুত্র হিষ্রোণ;
19. হিষ্রোণের পুত্র রাম; রামের পুত্র অম্মীনাদ; অম্মীনাদবের পুত্র নহশোন;
20. নহশোনের পুত্র সল্মোন;
21. সল্মোনের পুত্র বোয়স; বোয়সের পুত্র ওবেদ; ওবেদের পুত্র ইয়াসি;
22. ও ইয়াসির পুত্র দাউদ।