29. আর সেই সময়ে আমি গোলাম-বাঁদীদের উপরে,আমার রূহ্ সেচন করবো।
30. আর আমি আসমানে ও দুনিয়াতে অদ্ভুত লক্ষণ দেখাব;রক্ত, আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখাব।
31. মাবুদের ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগেসূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হয়ে যাবে।
32. আর যে কেউ মাবুদের নামে ডাকবে, সেই রক্ষা পাবে;কারণ মাবুদের কালাম অনুসারে সিয়োন পর্বতেও জেরুশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকবেএবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকবে,যাদেরকে মাবুদ ডাকবেন।