যোয়েল 2:22-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. হে ক্ষেতের পশুরা, ভয় করো না, কেননা মরুভূমিস্থ চারণভূমি সবুজ হয়ে উঠছে, গাছ ফলবান হচ্ছে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা নিজ নিজ ফল দিচ্ছে।

23. আর হে সিয়োন-সন্তানেরা, তোমরা উল্লসিত হও, তোমাদের আল্লাহ্‌ মাবুদে আনন্দ কর, কেননা তিনি তোমাদেরকে যথাপরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন এবং প্রথমত তোমাদের জন্য প্রথম ও শেষ বর্ষার পানি বর্ষান করলেন।

24. এভাবে খামারগুলো শস্যে পরিপূর্ণ হবে, আঙ্গুর-রস ও তেলে কুণ্ডগুলো উথলে উঠবে।

25. আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট— আমি যে আমার মহাসৈন্য তোমাদের কাছে পাঠিয়েছি, তারা যেসব বছরের শস্যাদি খেয়েছে, আমি তা পরিশোধ করে তোমাদের দেব।

26. তোমরা প্রচুর খাদ্য ভোজন করে তৃপ্ত হবে; এবং তোমাদের আল্লাহ্‌ মাবুদের নামের প্রশংসা করবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করেছেন; আর আমার লোকেরা কখনও লজ্জিত হবে না।

27. তাতে তোমরা জানবে, আমি ইসরাইলের মধ্যবর্তী এবং আমি তোমাদের আল্লাহ্‌ মাবুদ, অন্য কেউ নেই এবং আমার লোকেরা কখনও লজ্জিত হবে না।

28. আর তারপর এরকম ঘটবে,আমি সকল মানুষের উপরে আমার রূহ্‌ সেচন করবো,তাতে তোমাদের পুত্রকন্যাদের ভবিষ্যদ্বাণী বলবেতোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে,তোমাদের যুবকেরা দর্শন পাবে;

29. আর সেই সময়ে আমি গোলাম-বাঁদীদের উপরে,আমার রূহ্‌ সেচন করবো।

30. আর আমি আসমানে ও দুনিয়াতে অদ্ভুত লক্ষণ দেখাব;রক্ত, আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখাব।

31. মাবুদের ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগেসূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হয়ে যাবে।

32. আর যে কেউ মাবুদের নামে ডাকবে, সেই রক্ষা পাবে;কারণ মাবুদের কালাম অনুসারে সিয়োন পর্বতেও জেরুশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকবেএবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকবে,যাদেরকে মাবুদ ডাকবেন।

যোয়েল 2