বারান্দার ও কোরবানগাহ্র মধ্যস্থানে মাবুদের পরিচারক ইমামেরা কান্নাকাটি করুক, তারা বলুক,হে মাবুদ, তোমার লোকদের প্রতি মমতা কর,তোমার অধিকারকে উপহাসের বিষয় করো না;তাদের বিষয়ে জাতিদেরকে গল্প করতে দিও না,লোকজন কেন বলবে যে, ‘ওদের আল্লাহ্ কোথায়?’