2. সে তার পশুদেরকে মেরেছে;আঙ্গুর-রস মিশানো হয়েছে,সে তার মেজও সাজিয়েছে।
3. সে তার বাঁদীদেরকে পাঠিয়েছে,সে নগরের উচ্চতম স্থান থেকে ডেকে বলে,
4. ‘যে অবোধ, সে এই স্থানে আসুক;যে বুদ্ধিবিহীন, সে তাকে বলে,
5. ‘এসো, আমার খাবার দ্রব্য ভোজন কর,আমার মিশানো আঙ্গুর-রস পান কর।’
6. অবোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর,সুবিবেচনার পথে চরণ চালাও।
7. যে নিন্দুককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়,যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।
8. নিন্দককে তিরস্কার করো না, পাছে সে তোমাকে ঘৃণা করে;জ্ঞানবানকেই তিরস্কার কর, সে তোমাকে মহব্বত করবে।
9. জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হবে;ধার্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10. মাবুদকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
11. কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়বে,তোমার জীবনের বছর-সংখ্যা বৃদ্ধি পাবে।