1. প্রজ্ঞা তার নিজের গৃহ নির্মাণ করেছে,সে তার জন্য সাতটি স্তম্ভ খনন করেছে;
2. সে তার পশুদেরকে মেরেছে;আঙ্গুর-রস মিশানো হয়েছে,সে তার মেজও সাজিয়েছে।
3. সে তার বাঁদীদেরকে পাঠিয়েছে,সে নগরের উচ্চতম স্থান থেকে ডেকে বলে,
4. ‘যে অবোধ, সে এই স্থানে আসুক;যে বুদ্ধিবিহীন, সে তাকে বলে,
5. ‘এসো, আমার খাবার দ্রব্য ভোজন কর,আমার মিশানো আঙ্গুর-রস পান কর।’
6. অবোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর,সুবিবেচনার পথে চরণ চালাও।