মেসাল 8:20-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. আমি ধার্মিকতার পথে গমন করি,বিচারের পথের মধ্য দিয়ে গমন করি,

21. যেন, যারা আমাকে মহব্বত করে,তাদেরকে সম্পদ দান করি,তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি।

22. মাবুদ নিজের পথের আরম্ভে আমাকে পেয়েছিলেন,তাঁর কাজগুলোর আগে, পূর্বাবধি।

23. আমি স্থাপিত হয়েছি অনাদি কাল থেকে,আদি থেকে, দুনিয়ার সৃষ্টির আগে থেকে।

24. জলধি যখন হয় নি, তখন আমি জন্মেছিলাম,যখন পানিতে পূর্ণ সমস্ত ফোয়ারা সৃষ্টি হয় নি।

25. পর্বতগুলো স্থাপিত হবার আগে,উপপর্বতগুলোর আগে আমি জন্মেছিলাম;

মেসাল 8