1. প্রজ্ঞা কি ডাকে না?বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?
2. সে পথের পাশে অবস্থিত উঁচু স্থানের চূড়ায়,পথগুলোর সংযোগস্থানে দাঁড়ায়;
3. সে তোরণদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে,দ্বারের প্রবেশ-স্থানে থেকে উচ্চৈঃস্বরে বলে,
4. হে মানবগণ, আমি তোমাদের ডাকি,বনি-আদমদের নিকটেই আমার বাণী।
5. হে অবোধেরা, চতুরতা শিক্ষা কর;হে হীনবুদ্ধিরা, সুবুদ্ধি সম্পন্ন হও।
6. শোন, কেননা আমি উৎকৃষ্ট কথা বলবো,আমার মুখের কথা ন্যায়-সঙ্গত।
7. আমার মুখ সত্যি বলবে,নাফরমানী আমার ওষ্ঠের ঘৃণাস্পদ।
8. আমার মুখের সমস্ত কালাম ধর্মময়;তার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নেই।
9. বুদ্ধিমানের কাছে সেসব স্পষ্ট,জ্ঞানীদের কাছে সেসব সরল।