9. তখন সন্ধ্যাকাল, দিবাবসান হয়েছিল,রাতের অন্ধকার হয়েছিল।
10. তখন দেখ, এক জন স্ত্রীলোক তার সম্মুখে এল,সে পতিতা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
11. সে কলহকারিণী ও অবাধ্য,তার চরণ ঘরে থাকে না;
12. সে কখনও রাস্তায়, কখনও হাটে-বাজারে,কোণে কোণে অপেক্ষাতে থাকে।
13. সে তাকে ধরে চুম্বন করলো,নির্লজ্জ মুখে তাকে বললো,
14. ‘আমাকে মঙ্গল-কোরবানীদান করতে হয়েছে,আজ আমি আমার মানত পূর্ণ করেছি;
15. তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এসেছি,সযত্নে তোমার মুখ দেখতে এসেছি,তোমাকে পেয়েছি।
16. আমি পালঙ্কে বুটিদার চাদর পেতেছি,মিসরীয় সুতার চিত্রবিচিত্র চাদর পেতেছি।
17. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়েআমার বিছানা আমোদিত করেছি।
18. চল, আমরা প্রভাত পর্যন্ত কামরসে মত্ত হই,আমরা গভীর প্রেমের মধ্যে আনন্দ ভোগ করি।
19. কেননা আমার স্বামী ঘরে নেই,তিনি দূরে যাত্রা করেছেন;
20. টাকার থলি সঙ্গে নিয়ে গেছেন,পূর্ণিমার দিন ঘরে আসবেন।’