মেসাল 7:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তাতে তুমি পরকীয়া স্ত্রী থেকে রক্ষা পাবে,চাটুভাষিণী বিজাতীয়া থেকে রক্ষা পাবে।

6. আমি তোমার বাড়ির জানালা থেকেজালির মধ্য দিয়ে নিরীক্ষণ করছিলাম;

7. অবোধদের মধ্যে আমার দৃষ্টি পড়লো,আমি যুবকদের মধ্যে এক জনকে দেখলাম,সে বুদ্ধিবিহীন যুবক।

8. সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে এল,তার বাড়ির পথে চললো।

9. তখন সন্ধ্যাকাল, দিবাবসান হয়েছিল,রাতের অন্ধকার হয়েছিল।

মেসাল 7