5. তাতে তুমি পরকীয়া স্ত্রী থেকে রক্ষা পাবে,চাটুভাষিণী বিজাতীয়া থেকে রক্ষা পাবে।
6. আমি তোমার বাড়ির জানালা থেকেজালির মধ্য দিয়ে নিরীক্ষণ করছিলাম;
7. অবোধদের মধ্যে আমার দৃষ্টি পড়লো,আমি যুবকদের মধ্যে এক জনকে দেখলাম,সে বুদ্ধিবিহীন যুবক।
8. সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে এল,তার বাড়ির পথে চললো।
9. তখন সন্ধ্যাকাল, দিবাবসান হয়েছিল,রাতের অন্ধকার হয়েছিল।
10. তখন দেখ, এক জন স্ত্রীলোক তার সম্মুখে এল,সে পতিতা-বেশধারিণী ও চতুর-চিত্তা;
11. সে কলহকারিণী ও অবাধ্য,তার চরণ ঘরে থাকে না;
12. সে কখনও রাস্তায়, কখনও হাটে-বাজারে,কোণে কোণে অপেক্ষাতে থাকে।
13. সে তাকে ধরে চুম্বন করলো,নির্লজ্জ মুখে তাকে বললো,
14. ‘আমাকে মঙ্গল-কোরবানীদান করতে হয়েছে,আজ আমি আমার মানত পূর্ণ করেছি;
15. তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এসেছি,সযত্নে তোমার মুখ দেখতে এসেছি,তোমাকে পেয়েছি।
16. আমি পালঙ্কে বুটিদার চাদর পেতেছি,মিসরীয় সুতার চিত্রবিচিত্র চাদর পেতেছি।