মেসাল 7:23-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. শেষে তার যকৃৎ বাণে বিদ্ধ হল;যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়,আর জানে না যে, তা প্রাণনাশক।

24. এখন বৎসরা, আমার কথা শোন,আমার মুখের কথায় মনযোগ দাও।

25. তোমার অন্তর ওর পথে না যাক,তুমি ওর পথে ভ্রমণ করো না।

মেসাল 7