17. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়েআমার বিছানা আমোদিত করেছি।
18. চল, আমরা প্রভাত পর্যন্ত কামরসে মত্ত হই,আমরা গভীর প্রেমের মধ্যে আনন্দ ভোগ করি।
19. কেননা আমার স্বামী ঘরে নেই,তিনি দূরে যাত্রা করেছেন;
20. টাকার থলি সঙ্গে নিয়ে গেছেন,পূর্ণিমার দিন ঘরে আসবেন।’
21. অনেক মন ভুলানো কথায় সে তার অন্তর হরণ করলো,ওষ্ঠাধরের চাটুবাদে তাকে আকর্ষণ করলো।
22. অমনি সে তার পিছনে গেল,যেমন গবাদি পশু হত হতে যায়,যেমন শিকলে বাঁধা ব্যক্তি নির্বোধের শাস্তি পেতে যায়;
23. শেষে তার যকৃৎ বাণে বিদ্ধ হল;যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়,আর জানে না যে, তা প্রাণনাশক।
24. এখন বৎসরা, আমার কথা শোন,আমার মুখের কথায় মনযোগ দাও।
25. তোমার অন্তর ওর পথে না যাক,তুমি ওর পথে ভ্রমণ করো না।
26. কেননা সে অনেককে আঘাত করে নিপাত করেছে,তার নিহত লোকেরা একটি বড় দল।