12. সে কখনও রাস্তায়, কখনও হাটে-বাজারে,কোণে কোণে অপেক্ষাতে থাকে।
13. সে তাকে ধরে চুম্বন করলো,নির্লজ্জ মুখে তাকে বললো,
14. ‘আমাকে মঙ্গল-কোরবানীদান করতে হয়েছে,আজ আমি আমার মানত পূর্ণ করেছি;
15. তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এসেছি,সযত্নে তোমার মুখ দেখতে এসেছি,তোমাকে পেয়েছি।
16. আমি পালঙ্কে বুটিদার চাদর পেতেছি,মিসরীয় সুতার চিত্রবিচিত্র চাদর পেতেছি।
17. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়েআমার বিছানা আমোদিত করেছি।