1. বৎস আমার সমস্ত কথা পালন কর,আমার সমস্ত হুকুম তোমার কাছে সঞ্চয় কর।
2. আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে,নয়ন-তারার মত আমার শিক্ষা রক্ষা কর;
3. তোমার আঙ্গুলগুলোতে সেগুলো বেঁধে রাখ,তোমার হৃদয়-ফলকে তা লিখে রাখ।
4. প্রজ্ঞাকে বল, তুমি আমার বোন,সুবিবেচনাকে বল তুমি আমার সখী;
5. তাতে তুমি পরকীয়া স্ত্রী থেকে রক্ষা পাবে,চাটুভাষিণী বিজাতীয়া থেকে রক্ষা পাবে।
6. আমি তোমার বাড়ির জানালা থেকেজালির মধ্য দিয়ে নিরীক্ষণ করছিলাম;