32. যে পুরুষ জেনা করে সে বুদ্ধিবিহীন,সে তা করে নিজের প্রাণ নিজে নষ্ট করে।
33. সে আঘাত ও অবমাননা পাবে;তার দুর্নাম কখনও ঘুচবে না।
34. যেহেতু অন্তর্জ্বালা স্বামীর ক্রোধ জাগিয়ে তোলে,প্রতিশোধের দিনে সে ক্ষমা করবে না;
35. সে কোন রকম ক্ষতিপূরণই গ্রাহ্য করবে না,অনেক ঘুষ দিলেও সম্মত হবে না।