3. এখন, বৎস, তুমি এই কাজ কর;নিজেকে উদ্ধার কর;যখন তুমি তোমার বন্ধুর হস্তগত হয়েছ,তখন যাও, বিনত হও,বন্ধুর সাধ্যসাধনা কর;
4. তোমার চোখকে নিদ্রা যেতে দিও না,চোখের পাতাকে বন্ধ হতে দিও না;
5. নিজেকে শিকারীর হাত থেকে হরিণের মত,পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।
6. হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও,তার সমস্ত কাজ দেখে জ্ঞানবান হও।