20. বৎস, তুমি তোমার পিতার হুকুম পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করো না।
21. তা সর্বদা তোমার অন্তরে গেঁথে রাখ,তোমার গলায় বেঁধে রাখ।
22. গমনকালে সে তোমাকে পথ দেখাবে,শয়নকালে তোমার প্রহরী হবে,জাগরণকালে তোমার সঙ্গে আলাপ করবে।
23. কেননা হুকুম প্রদীপের মত ও শিক্ষা আলোর মত,এবং শিক্ষাজনক তিরস্কার জীবনের পথ;