মেসাল 6:15-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. সেজন্য অকস্মাৎ তার বিপদ আসবে,হঠাৎ সে ভগ্ন হবে; আর প্রতিকার হবে না।

16. এই ছয়টি বস্তু মাবুদের ঘৃণিত,এমন কি, সাতটি বস্তু তাঁর প্রাণের ঘৃণাস্পদ;

17. উদ্ধত দৃষ্টি,মিথ্যাবাদী জিহ্বা,নির্দোষের রক্তপাতকারী হাত,

18. দুষ্ট সঙ্কল্পকারী অন্তর,দুষ্কর্ম করতে দ্রুতগামী চরণ,

19. যে মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে,ও যে ভাইদের মধ্যে বিবাদের সূত্রপাত করে।

20. বৎস, তুমি তোমার পিতার হুকুম পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করো না।

21. তা সর্বদা তোমার অন্তরে গেঁথে রাখ,তোমার গলায় বেঁধে রাখ।

22. গমনকালে সে তোমাকে পথ দেখাবে,শয়নকালে তোমার প্রহরী হবে,জাগরণকালে তোমার সঙ্গে আলাপ করবে।

মেসাল 6