মেসাল 6:14-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. তার অন্তরে কুটিলতা থাকে,সে সতত কুকল্পনা করে,সে ঝগড়া ছড়িয়ে দেয়।

15. সেজন্য অকস্মাৎ তার বিপদ আসবে,হঠাৎ সে ভগ্ন হবে; আর প্রতিকার হবে না।

16. এই ছয়টি বস্তু মাবুদের ঘৃণিত,এমন কি, সাতটি বস্তু তাঁর প্রাণের ঘৃণাস্পদ;

17. উদ্ধত দৃষ্টি,মিথ্যাবাদী জিহ্বা,নির্দোষের রক্তপাতকারী হাত,

18. দুষ্ট সঙ্কল্পকারী অন্তর,দুষ্কর্ম করতে দ্রুতগামী চরণ,

মেসাল 6