10. ‘আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা,আর একটু শুয়ে হাত জড়সড় করবো’;
11. তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে,তোমার দৈন্যদশা সশস্ত্র ব্যক্তির মত আসবে।
12. যে ব্যক্তি পাষণ্ড, যে লোক অপরাধী,সে মুখের কুটিলতায় চলে,
13. সে চোখ দিয়ে ইঙ্গিত করে, পা দিয়ে কথা বলে,সে আঙ্গুল দ্বারা সঙ্কেত করে,
14. তার অন্তরে কুটিলতা থাকে,সে সতত কুকল্পনা করে,সে ঝগড়া ছড়িয়ে দেয়।
15. সেজন্য অকস্মাৎ তার বিপদ আসবে,হঠাৎ সে ভগ্ন হবে; আর প্রতিকার হবে না।
16. এই ছয়টি বস্তু মাবুদের ঘৃণিত,এমন কি, সাতটি বস্তু তাঁর প্রাণের ঘৃণাস্পদ;
17. উদ্ধত দৃষ্টি,মিথ্যাবাদী জিহ্বা,নির্দোষের রক্তপাতকারী হাত,