মেসাল 6:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. বৎস, তুমি যদি বন্ধুর জামিন হয়েথাক,যদি অপরের সঙ্গে হাতে তালি দিয়ে থাক,

2. তবে নিজের মুখের কথায় ফাঁদে পড়েছ,নিজের মুখের কথায় ধরা পড়েছ।

3. এখন, বৎস, তুমি এই কাজ কর;নিজেকে উদ্ধার কর;যখন তুমি তোমার বন্ধুর হস্তগত হয়েছ,তখন যাও, বিনত হও,বন্ধুর সাধ্যসাধনা কর;

4. তোমার চোখকে নিদ্রা যেতে দিও না,চোখের পাতাকে বন্ধ হতে দিও না;

মেসাল 6