মেসাল 5:14-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. সমাজ ও মণ্ডলীর মধ্যে হাতে পড়েআমি প্রায় মারাই পড়েছিলাম।’

15. তুমি নিজের জলাশয়ের পানি পান কর,নিজের কূপের স্রোতের পানি পান কর।

16. তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে?পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?

17. সেটি কেবল তোমারই হোক,তোমার সঙ্গে অপর লোকের না হোক।

18. তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক,তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।

19. সে প্রেমিকা হরিণী ও কমনীয়া হরিণীর মত;তারই বুকে তুমি সর্বদা আপ্যায়িত হও,তার প্রেমে তুমি সতত মোহিত থাক।

20. বৎস, তুমি জেনাকারী স্ত্রীতে কেন মোহিত হবে?বিজাতীয়ার বক্ষ কেন আলিঙ্গন করবে?

21. মানুষের পথ তো মাবুদের দৃষ্টিগোচর;তিনি তার সকল পথ যাচাই করে দেখেন।

22. দুষ্ট নিজের অপরাধগুলোতে ধরা পড়ে,সে নিজের গুনাহ্‌-পাশে আট্‌কা পড়ে।

23. সে শাসনের অভাবে প্রাণ ত্যাগ করবে,নিজের অজ্ঞানতার আধিক্যে ভ্রান্ত হবে।  

মেসাল 5