মেসাল 5:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. পাছে অপর লোকে তোমার ধনে তৃপ্ত হয়,আর তোমার পরিশ্রমের ফল বিজাতীয়ের বাড়িতে থাকে;

11. পাছে শেষকালে তুমি অনুশোচনা কর,যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়;

12. পাছে বল, ‘হায়, আমি উপদেশ ঘৃণা করেছি,আমার অন্তর তিরস্কার তুচ্ছ করেছে;

13. আমি নিজের গুরুদের কথা শুনি নি,নিজের শিক্ষকদের কথায় কান দিই নি;

14. সমাজ ও মণ্ডলীর মধ্যে হাতে পড়েআমি প্রায় মারাই পড়েছিলাম।’

মেসাল 5