মেসাল 5:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. বৎস, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও,আমার বুদ্ধির প্রতি কান দাও;

2. যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা কর,যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে।

3. কেননা জেনাকারী স্ত্রীর কথা থেকে মধু ক্ষরে,তার কথা তেলের চেয়েও স্নিগ্ধ;

4. কিন্তু তার শেষ ফল নাগদানার মত তিক্ত,দ্বিধার তলোয়ারের মত তীক্ষ্ন।

5. তার চরণ মৃত্যুর কাছে নেমে যায়,তার পদক্ষেপ পাতালে পড়ে।

6. সে জীবনের সমান পথ পায় না,তার সমস্ত পথ চঞ্চল; সে কিছু জানে না।

7. অতএব বৎসরা, আমার কথা শোন,আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।

8. তুমি সেই স্ত্রী থেকে তোমার পথ দূরে রাখ,তার বাড়ির দরজার কাছে যেও না;

মেসাল 5