7. প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর;সমস্ত অর্জন দিয়ে সুবিবেচনা আয়ত্ব কর।
8. তাকে শিরোধার্য কর, সে তোমাকে উন্নত করবে,যখন তাকে আলিঙ্গন কর, সে তোমাকে মান্য করবে।
9. সে তোমার মাথায় লাবণ্যভূষণ দেবে,সে তোমাকে শোভার মুকুট প্রদান করবে।
10. বৎস, শোন, আমার কথা গ্রহণ কর,তাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হবে।
11. আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখিয়েছি,তোমাকে সরলতার পথে চালিয়েছি।
12. তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না,ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।