মেসাল 4:23-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তর রক্ষা কর,কেননা তা থেকে জীবন প্রবাহিত হয়।

24. মুখের কুটিলতা নিজের কাছ থেকে দূর কর,ওষ্ঠাধরের বক্রতা নিজের কাছ থেকে সরিয়ে দাও।

25. তোমার চোখ সরল দৃষ্টি করুক,তোমার চোখের পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।

26. তোমার চলার পথ সমান কর,তোমার সমস্ত পথ সুদৃঢ় হোক।

27. ডানে বা বামে ফিরবে না,মন্দ থেকে চরণ নিবৃত্ত কর।  

মেসাল 4