মেসাল 4:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. দুষ্টদের পথ অন্ধকারের মত;তারা কিসে হোঁচট খাবে, জানে না।

20. বৎস, আমার কথায় মনযোগ দাও,আমার কথায় কান দাও।

21. তা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক,তোমার হৃদয়মধ্যে তা রাখ।

22. কেননা যারা তা পায়, তাদের পক্ষে তা জীবন,তা তাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ।

23. সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তর রক্ষা কর,কেননা তা থেকে জীবন প্রবাহিত হয়।

মেসাল 4