মেসাল 4:16-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না,কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।

17. কারণ তারা নাফরমানীর অন্ন ভোজন করে,তারা উপদ্রবের আঙ্গুর-রস পান করে।

18. কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় আলোর মত,যা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।

মেসাল 4