15. তা পরিত্যাগ কর, তার কাছ দিয়ে যেও না;তা থেকে বিমুখ হয়ে অগ্রসর হও।
16. কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না,কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।
17. কারণ তারা নাফরমানীর অন্ন ভোজন করে,তারা উপদ্রবের আঙ্গুর-রস পান করে।
18. কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় আলোর মত,যা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।
19. দুষ্টদের পথ অন্ধকারের মত;তারা কিসে হোঁচট খাবে, জানে না।
20. বৎস, আমার কথায় মনযোগ দাও,আমার কথায় কান দাও।
21. তা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক,তোমার হৃদয়মধ্যে তা রাখ।
22. কেননা যারা তা পায়, তাদের পক্ষে তা জীবন,তা তাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ।
23. সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তর রক্ষা কর,কেননা তা থেকে জীবন প্রবাহিত হয়।
24. মুখের কুটিলতা নিজের কাছ থেকে দূর কর,ওষ্ঠাধরের বক্রতা নিজের কাছ থেকে সরিয়ে দাও।
25. তোমার চোখ সরল দৃষ্টি করুক,তোমার চোখের পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।
26. তোমার চলার পথ সমান কর,তোমার সমস্ত পথ সুদৃঢ় হোক।
27. ডানে বা বামে ফিরবে না,মন্দ থেকে চরণ নিবৃত্ত কর।