মেসাল 4:12-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না,ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।

13. উপদেশ ধরে রেখো, ছেড়ে দিও না,তা রক্ষা কর, কেননা তা তোমার জীবন।

14. দুর্জনদের পথে প্রবেশ করো না,দুর্বৃত্তদের পথে চলো না,

15. তা পরিত্যাগ কর, তার কাছ দিয়ে যেও না;তা থেকে বিমুখ হয়ে অগ্রসর হও।

16. কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না,কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।

17. কারণ তারা নাফরমানীর অন্ন ভোজন করে,তারা উপদ্রবের আঙ্গুর-রস পান করে।

মেসাল 4